ক্যাটাগরি

রুশ বাহিনী কিইভ দখল করবে: চেচেন নেতা কাদিরভ

সোমবার ভোররাতে টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে কাদিরভ এসব কথা বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

“একটি আক্রমণ হবে, শুধু মারিউপোলে না, অন্যান্য জায়গায়, শহর ও গ্রামে। প্রথমে লুহানস্ক ও দোনেৎস্ককে পুরোপুরি মুক্ত করবো আমরা, তারপর কিইভ ও অন্যান্য শহরও দখল করবো,” ভিডিওতে বলেছেন তিনি।

কিইভের বিষয়ে ‘কোনো সন্দেহ নেই’ বলে মন্তব্য করেছেন কাদিরভ, যিনি নিজেকে প্রায়ই পুতিনের ‘পদাতিক সৈন্য’ হিসেবে পরিচয় দেন। 

“আমি আপনাদের নিশ্চিত করছি: এক কদমও পেছেনে ফেরা হবে না,” বলেছেন তিনি।

কাদিরভ মানবাধিকার লঙ্ঘন করেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বারবার এমন অভিযোগ করে আসলেও চেচেন নেতা তা অস্বীকার করেছেন।

চেচেনিয়া রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় একটি মুসলিম প্রধান অঞ্চল। ১৯৯১ সাল সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর থেকে চেচেনীয় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে দুইবার যুদ্ধ করেছে মস্কো। বিচ্ছিন্নতাবাদ দমনের পর চেচেনিয়ার পুনর্গঠনের জন্য তারা প্রচুর অর্থ ঢেলেছে এবং কাদিরভের জন্য অনেকটা স্বায়ত্তশাসন মঞ্জুর করেছে।

২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেইনে আগ্রাসন শুরু করে রাশিয়া। ইউক্রেইনকে নিরস্ত্রীকরণ করতে ও ‘নব্যনাৎসি’ মুক্ত করতে দেশটিতে ‘বিশেষ সামরিক অভিযান’ চালানো হচ্ছে বলে দাবি মস্কোর। তাদের এ দাবিকে ‘আক্রমণের অজুহাত’ হিসেবে বর্ণনা করে তা প্রত্যাখ্যান করেছে কিইভ ও এর পশ্চিমা মিত্ররা।

রোববার পূর্ব ইউক্রেইনে আক্রমণ জোরদার করেছে রাশিয়ার বাহিনীগুলো।

আরও খবর:


তিন উপায়ে বাড়তে পারে ইউক্রেইন যুদ্ধ, জড়াতে পারে নেটো
 

রাশিয়াকে মোকাবেলায় সীমান্তে স্থায়ী সেনা মোতায়েন পরিকল্পনা নেটোর
 

রাশিয়ার আগ্রাসনের লক্ষ্য গোটা ইউরোপ: জেলেনস্কি