সোমবার সিটি ব্যাংকের এক সংবাদ
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ বছরের ক্যারিয়ারে ব্রাঞ্চ ব্যাংকিং, অফশোর
ব্যাংকিং এবং ট্রেড অপারেশনের মত বিভিন্ন বিভাগে কাজ করেছেন ফারুক আহমেদ।
সর্বশেষ তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস
প্রেসিডেন্ট হিসেবে সিটি ব্যাংকের ট্রেড সার্ভিস বিভাগের
নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার নেতৃত্বেই সিটি ব্যাংক ২০২১ সালে সাড়ে ছয় বিলিয়ন ডলার
বৈদেশিক বাণিজ্যের ব্যবসা করে।
১৯৯৪ সালে আইএফআইসি ব্যাংকে কর্মজীবন শুরু করা ফারুক আহমেদ
সিটি ব্যাংকে যোগ দেন ২০১৩ সালে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতকোত্তর
ডিগ্রিধারী এ ব্যাংকার ঢাকা ব্যাংকেও কাজ করেছেন।