এরা হলেন- শাহরাস্তি উপজেলার রঘুরামপুর গ্রামের মেহেদী হাসান (২৩) ও তার বন্ধু যাদপপুর গ্রামের আবু সালেক (২৪)।
চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ সোমবার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, আগের রাতে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার দুই যুবককে দুপুরে আদালতে তোলা হয়েছে।
পুলিশ সুপার বলেন, কুমিল্লা জেলার মনোহরগঞ্জের বাসিন্দা এক তরুণীর সঙ্গে গত দুই মাস আগে মেহেদীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৮ মার্চ সন্ধ্যায় মেহেদীর ডাকে ওই নারী শাহরাস্তি উপজেলার যাদবপুর ব্রিজের কাছে আসে।
পরে মেয়েটিকে পাশের বিলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে ধর্ষণের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটির কাছে টাকা দাবি করে আসামিরা। পরে ওই তরুণী বাদী হয়ে শাহরাস্তি থানায় মামলা করেন।
মামলার পর অভিযান চালিয়ে মেহেদী ও সালেককে পুলিশ গ্রেপ্তার করে বলে জানান মিলন।
এ পুলিশ কর্মকর্তা বলেন, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। এ ঘটনায় পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।