ক্যাটাগরি

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী হত্যার অভিযোগে আটক স্বামী

সোমবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ডি-ব্লকে এ ঘটনা ঘটে বলে ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান।

নিহত পারভীন আক্তার (১৮) টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ডি-ব্লকের মোহাম্মদ ইয়াছিনের স্ত্রী।

স্থানীয়দের বরাতে পুলিশ সুপার তারিকুল বলেন, একই ক্যাম্পের কালু হাজীর ছেলে ইয়াছিনের (২০) সঙ্গে তার স্ত্রী পারভীন আক্তারের দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই  ঝগড়া-বিবাদ লেগে থাকত। সোমবার ভোরে ঘুমন্ত অবস্থায় পারভীনের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় ইয়াছিন।

এ সময় পারভীনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে ইয়াছিন পালানোর চেষ্টা করে। এস ময় স্থানীয়রা তাকে ধরে ফেলে।

পরে পারভীনকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ইয়াসিনকে পুলিশের হাতে তুলে দেন।

আর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।