ক্যাটাগরি

ট্রাক চাপায় দম্পতির মৃত্যু: ৪ দিন পর ট্রাক চালক গ্রেপ্তার

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল
এম এ ইউসুফ জানান, রোববার রাজবাড়ী থেকে আলী হোসেন নামের ৪৯ বছর বয়সী ওই ট্রাকচালক গ্রেপ্তার
করা হয়।

আলী হোসেন গত ১১ বছর ধরে ঠিকাদারী কোম্পানি
ম্যাক্স কনস্ট্রাকশনের ট্রাক চালক হিসেবে কাজ করে আসছিলেন। তার বাড়ি মাগুরা সদর উপজেলায়।
বছর খানেক ধরে পরিবার নিয়ে তিনি চট্টগ্রামে থাকেন।

র‌্যাব কর্মকর্তা ইউসুফ সোমবার সাংবাদিকদের
জানান, গত ৬ মার্চ চিকিৎসক দেখিয়ে বাসায় ফেরার পথে ইস্পাহানি মোড়ে ট্রাক চাপায় মারা
যান মোটরসাইকেল আরোহী ইকবাল উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী সখিনা ফাতেমী। দুর্ঘটনার পরপর
পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়েছিল।

ট্রাকের ধাক্কায় ঝরল দম্পতির প্রাণ
 

“ঘটনার পরপর আলী হোসেন চট্টগ্রাম থেকে পালিয়ে
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুরে গিয়ে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে
আত্মগোপন করেন। সেখান থেকে রোববার তাকে গ্রেপ্তার করা হয়।“

র‌্যাব অধিনায়ক বলেন, দুর্ঘটনার সময় চালক
ট্রাকটি বেপোরোয়া গতিতে চালিয়ে ফ্লাইওভার থেকে নামছিলেন। রাস্তার বাম পাশে থাকলেও নিয়ন্ত্রণ
হারিয়ে চালক রাস্তার ডানপাশে গিয়ে ট্রাফিক জ্যামে দাঁড়ানো ইকবালের মোটর সাইকেলের পেছনে
ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার পর তাদের ওপর দিয়ে ট্রাক চালিয়ে দেয়।