ক্যাটাগরি

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের অধিবেশন শুরু

অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের বিদায়ের দুই দিন পর পার্লামেন্টে নতুন এই অধিবেশন শুরু হল।

কোরান তেলওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হওয়ার পর সুরি সাবেক প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে ৩ এপ্রিল আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়ার নিজের বিতর্কিত আদেশের ব্যাখ্যা দেন।  

“আদালত ওই আদেশ অসাংবিধানিক বলে ঘোষণা করেছে আর আমরা সবাই আদালতকে সম্মান করতে বাধ্য। কিন্তু আমি আমার আদেশের পেছনে কারণ আপনাদের জানাতে চাই,” বলেন তিনি।

জানান, তিনি ওই সিদ্ধান্ত নিয়েছেন ‘দায়িত্বশীল একজন পাকিস্তানি এবং জাতীয় পরিষদের ডেপু্টি স্পিকার হিসেবে’। 

দেশটির নতুন প্রধানমন্ত্রীর দৌঁড়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ ও পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ্ মাহমুদ কুরেশি। তবে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটি শুরু হওয়ার কয়েক মিনিট আগে পার্লামেন্ট থেকে গণপদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে কুরেশির দল পিটিআই।

তাই শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর প্রতিদ্বন্দ্বিতার দৌঁড়ে কুরেশি থাকবেন কিনা তা পরিষ্কার হয়নি। যদি কুরেশি প্রতিদ্বন্দ্বিতায় না থাকেন সেক্ষেত্রে শাহবাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন।

তবে কুরেইশি প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও শাহবাজই পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে ব্যাপকভাবে ধারণা করা করা হচ্ছে।