ক্যাটাগরি

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণের পর আগুনে ৬ মৃত্যু

রোববার রাতে গুজরাটের বৃহত্তম
শহর আহমেদাবাদ থেকে প্রায় ২৩০ কিলোমিটার দক্ষিণে ওম অর্গানিক ম্যানুফ্যাকচারিং কারখানায়
এ ঘটনা ঘটে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ছয়
জনের মৃত্যু ঘটে বলে সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে।

রাজ্যটির দাহেজ ইন্ডাস্ট্রিয়াল
স্টেটের কেমিক্যাল ও পেট্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারিং ইউনিটে ঘটা ওই বিস্ফোরণের কারণ
তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।  

দাহেজের পুলিশ কর্মকর্তা রাজেন্দর
সিং গোহিল বলেন, “কারখানাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ছয় জন পুড়ে মারা গেছে।”

দমকল কর্মকর্তারা জানিয়েছেন,
কয়েক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

এ ঘটনার বিষয়ে মন্তব্য নেওয়ার
জন্য রয়টার্স কারাখানটির কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি।