সোমবার
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠানের
নির্ধারিত সময় দুপুর আড়াইটার পর থেকেই সাংবাদিক ও আমন্ত্রিতরা আসেন।
এর
কিছুক্ষণ পর পৌণে ৩টার দিকে বিশেষ অতিথি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
চৌধুরী অনুষ্ঠানে এসে উপস্থিত হন। ততক্ষণ পর্যন্ত আয়োজক কাউকে অনুষ্ঠানে দেখা যায়নি।
বেশ
কিছু সময় পর মঞ্চে একা বসে থাকা প্রতিমন্ত্রীর সঙ্গে কথা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে তিনি বলেন, “আমি তো ঠিক সময়েই এসেছি,
আয়োজকরা কোথায়? হয়তো শুরু করে দেবে। দেখি কি হয়!”
বিশেষ অতিথি নৌপরিবহনমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মঞ্চে উপস্থিত হওয়ার পরও আয়োজককে তাৎক্ষণিকভাবে দেখা যায়নি
পরে
মিলনায়তনের বাইরে অনুষ্ঠানের আয়োজক ‘বঙ্গবন্ধুর দেশে’
গ্রন্থের লেখক দীপক চৌধুরীর সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদকের কথা হয়।
আমন্ত্রিত
বিশেষ অতিথি নৌ পরিবহন প্রতিমন্ত্রী বসে আছেন, অনুষ্ঠান শুরু করছেন না কেন? জানতে
চাইলে দীপক চৌধুরী বলেন, “এখনই শুরু করব।”
এর
বেশ কিছুক্ষণ পর প্রায় সাড়ে ৩টার দিকে অনুষ্ঠানে এসে উপস্থিত হন প্রধান অতিথি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তথনও
মঞ্চে শুধু প্রতিমন্ত্রী এবং মন্ত্রীকেই দেখা যায়। এর প্রায় ৫মিনিট পর অনুষ্ঠান
শুরু করেন দীপক চৌধুরী।