শওকত
মাহমুদের ব্যক্তিগত সহকারী আবদুল মোমিন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এতথ্য
জানিয়েছেন।
তিনি
বলেন, “স্যারকে দল থেকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছিল, তার জবাব বিএনপির
জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের হাতে পৌঁছিয়ে দিয়েছি।”
শওকত
মাহমুদ এক পৃষ্ঠায় তার বক্তব্য উপস্থাপন করেছেন।
গত
৬ এপ্রিল দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে কারণ দর্শানোর
(শোকজ) নোটিস দেওয়া হয় এবং পাঁচ দিনের মধ্যে তার জবাব দিতে বলা হয়।
শৃঙ্খলা ভঙ্গ, শওকত মাহমুদকে বিএনপির ‘শোকজ’
গত
২৭ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘পেশাজীবী সমাজ’ ব্যানারে দ্রব্যমূল্যের
ঊধর্বগতির প্রতিবাদে এক সমাবেশকে কেন্দ্র করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব
স্বাক্ষরে শওকত মাহমুদকে এই নোটিস দেওয়া হয়েছিল।
২০১৬
সাল থেকে বিএনপিতে ভাইস চেয়ারম্যান পদে থাকা শওকত মাহমুদ বিএনপির সমর্থিত সম্মিলিত
পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক।
এর
আগে শওকত মাহমুদকে ২০১৯ সালে ১৩ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর
নোটিস দিয়েছিল বিএনপি। তবে জবাব দেওয়ার পর তা মিটে গিয়েছিল।