ক্যাটাগরি

সিরাজগঞ্জে নিখোঁজ নাপিতের লাশ মিললো ক্ষেতে

সোমবার সকালে রূপনাই গ্রামের একটি ক্ষেত থেকে মানিক শীল নামের ওই নাপিতের লাশ উদ্ধারের কথা জানান এনায়েতপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুর ইসলাম শাহিন।

মানিক (৩৬) শিবপুর গ্রামের গজেন শীলের ছেলে।

শাহিনুর বলেন, শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে মানিক আর ফেরেনি। সোমবার সকালে স্থানীয়রা ক্ষেতের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।

তিনি আরও বলেন, “মানিকের মৃতদেহ ফুলে গেছে ও পোকায় ধরেছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছিল।”

হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।