ক্যাটাগরি

কুষ্টিয়ায় দুদকের মামলায় দণ্ডিত প্রকৌশলী

কুষ্টিয়ার বিশেষ দায়রা জজ মো. আশরাফুল ইসলাম মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত মাহমুদ আলম কুষ্টিয়া সদরের থানাপাড়ার আব্দুল বারীর ছেলে এবং চুয়াডাঙ্গার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ছিলেন।

মামলার বরাতে দুদকের কৌঁসুলি আল-মুজাহিদ হোসেন মিঠু জানান, ২০১৫ সালের ১২ অগাস্ট প্রকৌশলী মাহমুদ আলম ঠিকাদার খাইরুল আলমের কাছ থেকে ‘পারফরম্যান্স সিকিউরিটি মানি’ ফেরতের জন্য ঘুষ দাবি করেন। পরে ঘুষ নেওয়ার সময় দুদকের একটি দল টাকাসহ তাকে আটক করে।

এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল গাফ্ফার বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের মার্চে দুদকের তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।

জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের সমন্বিত দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়ার নিযুক্ত কৌঁসুলি আল-মুজাহিদ আরও জানান, প্রতিবেদনে মাহমুদ আলমের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দুইটি ধারায় যথাক্রমে এক বছর ও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে তাকে আরও তিন মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।