চলতি বছরে টিকটকের বিজ্ঞাপনী আয় তিন
গুণ হয়ে এক হাজার একশ কোটি ডলার ছুঁতে পারে বলে ধারণা করছে বাজার গবেষণা প্রতিষ্ঠান
‘ইনসাইডার ইন্টেলিজেন্স’। চীনের প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপটির নিয়মিত
ব্যবহারকারীর সংখ্যা এখন একশ কোটিরও বেশি।
এ প্রসঙ্গে ইনসাইডার ইন্টেলিজেন্স-এর
বিশ্লেষক ডেব্রা আহো উইলিয়ামসন বলেন, “টিকটক
ব্যবহারকারীদের সংখ্যা গেল কয়েক বছরে ব্যাপক হারে বেড়েছে। আর ব্যবহারকারীরা অ্যাপটির
পেছনে যে পরিমাণ সময় দিচ্ছেন তা বিস্ময়কর।”
২০২২ সালে টুইটারের বিজ্ঞাপনী আয় ৫৫৮
কোটি ডলার হবে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা; একই সময়ে স্ন্যাপচ্যাটের আয় হবে ৪৮৬ কোটি ডলার। কিন্তু দুই প্রতিষ্ঠানের সম্মিলিত
আয়ও টিকটক ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন গবেষকরা।
রয়টার্স জানিয়েছে, এ বছর টিকটকের বিজ্ঞাপনী
আয়ের অর্ধেকেরও বেশি যুক্তরাষ্ট্র থেকে আসবে বলে ধারণা করছেন গবেষকরা, যার আকার হতে
পারে প্রায় ছয়শ কোটি ডলার।
যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ডেটা
চীনে পাচারের ভয় থেকে টিকটকের কর্মকাণ্ডের ওপর নীতিনির্ধারণী কর্তৃপক্ষের চোখ রাঙানি
এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার পরোক্ষ প্রভাবের আশঙ্কার থাকলেও, অন্তত বিজ্ঞাপনী আয়ের খাতে
টিকটকের আসন্ন সুদিন দেখছেন বাজার গবেষকরা।