ক্যাটাগরি

দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি ব্লাটার ও প্লাতিনি

সুইস আদালত মঙ্গলবার জানায়, আগামী ৮ জুন শুনানি শুরু হবে।

সুইস প্রসিকিউটরদের অভিযোগ, ২০১১ সালে প্লাতিনিকে বেআইনিভাবে ২০ লাখ ইউরো প্রদান করেছিলেন ১৯৯৮ সাল থেকে টানা ১৭ বছর ফিফা প্রধানের দায়িত্বে থাকা ব্লাটার। গত নভেম্বরে তাদের অভিযুক্ত করা হয়।

কোনোরকম দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ অবশ্য বরাবরই অস্বীকার করে এসেছেন দুজন।

আদালতে দোষী সাব্যস্ত হলে তাদের জেল বা জরিমানা হতে পারে।

ব্যাপক দুর্নীতির অভিযোগে ২০১৫ সালের সেপ্টেম্বরে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে ফিফার এথিক্স কমিটি। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনকেই ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে আট বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে তা কমিয়ে ছয় বছর করা হয়।

১৯৯৮ থেকে ২০০২ সালের মেয়াদে ওই সময়ে ফিফা সভাপতি ব্লাটারের সঙ্গে পরামর্শমূলক কাজের জন্য প্লাতিনিকে অর্থপ্রদানের ভিত্তিতে সুইস মামলাটি করা হয়।

প্রসিকিউটররা বলেছেন, ৬৬ বছর বয়সী প্লাতিনি ‘তার পরামর্শমূলক কার্যক্রম বন্ধ করার আট বছর পর’ অর্থপ্রাপ্তির দাবি করেন।

৮৬ বছর বয়সী ব্লাটার ও প্লাতিনির বিরুদ্ধে জালিয়াতি, আত্মসাৎ, অবিশ্বস্ত ব্যবসা পরিচালনা ও নথি জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।