ক্যাটাগরি

পটুয়াখালীতে ব্যবসায়ী অপহৃত, খালি গাড়ি উদ্ধার

সোমবার রাত ১০টার দিকে গলাচিপা উপজেলা থেকে পটুয়াখালী শহরের নিজ বাসায় ফেরার পথে তাকে অপহরণ করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার মো. মাঈনুল হাসান জানান।

এ সময় শিবুলাল তার ব্যক্তিগত গাড়িতে করে ফিরছিলেন। সঙ্গে তার একজন ব্যক্তিগত সহকারীও ছিলেন। তিনিও অপহৃত হয়েছেন। গাড়িটি বরগুনা জেলার আমতলীর আমড়াগাছিয়ার একটি তেলের পাম্প থেকে উদ্ধার করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “অপহরণকারীরা শিবুলালের স্ত্রীর কাছে মোবাইলে কল করে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।”

শিবুলাল দাস বিভিন্ন কোম্পানির পরিবেশক হিসেবে কাজ করেন। পটুয়াখালী শহরে তার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

মাঈনুল হাসান বলেন, “শিবুলাল দাসকে উদ্ধারে র‌্যাব, সিআইডি ও পুলিশ অভিযান চালাচ্ছে।”