মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে
শহরের পশ্চিম পাইকপাড়ায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে বলে ১
নম্বর শহর পুলিশ ফাঁড়ির এসআই হুমায়ুন কবির জানান।
তিনি আরও বলেন, “স্কুল ধসের খবর
পেয়ে আমরা ও ফায়ার সার্ভিসের লোকজন এসেছি। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”
আহতরা হলো- সামিয়া (৭), হাবিবা
(৭), মারিয়া (৮) ও নাজমুল (১২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের
টিন শেড ঘরটি আগে থেকেই পরিত্যক্ত ছিল। বর্তমানে পাশের একটি আধাপাকা ঘরে ক্লাস
চলে। দুপুরে স্কুল ছুটির পর শিশুরা বাড়ি ফিরছিল। এ সময় ভবনটি ধসে যায়।
স্কুলের পাশের বাসিন্দা নাসির
খান বলেন, “স্কুলটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা সব সময় আতঙ্কে থাকতাম। এ ব্যাপারে জেলা
প্রশাসনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। কিন্তু কোনো প্রতিকার পাইনি। আজ সেটি ধসে
গেল।”