ক্যাটাগরি

হাওরে শুরু হল ধান কাটার উৎসব

জেলার বানিয়াচং উপজেলার সুবিদপুর গ্রামের হাওরে মঙ্গলবার দুপুরে
আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন হবিগঞ্জের ডিসি ইশরাত জাহান।

বানিয়াচং উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উৎসব আয়োজন
করে। উৎসব উদ্বোধনের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।

ডিসি বলেন, এবার হবিগঞ্জের হাওরে বোরো ধানের ভাল ফলন হয়েছে। আগামী
কয়েক দিন আবহাওয়া খারাপ থাকার পূর্বাভাস পেয়ে কৃষকদের ৭০-৮০ শতাংশ ধান পাকলেই
কাটার পরামর্শ দেওয়া হয়েছে।

হাওর অঞ্চলের ফসল রক্ষা বাঁধ নিয়ে উপজেলা প্রশাসন থেকে শুরু করে
ইউনিয়ন পর্যন্ত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে জানিয়ে ডিসি বলেন,
ইতোমধ্যে বেশ কয়েকটি বাঁধে ফাটল দেখা দেওয়ায় সেসব মেরামত করা হয়েছে। বড় কোনো
ক্ষতির আশঙ্কা করছে না প্রশাসন।

বানিয়াচংয়ের ইউএনও পদ্মাসন সিংহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম
চৌধুরী, মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা আক্তার, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
প্রশিক্ষণ কর্মকর্তা ফারুক আমীন উৎসব উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন।