ক্যাটাগরি

কক্সবাজারে ডাকাতির মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের রাবার ড্যাম সংলগ্ন নির্মাণাধীন রেললাইন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব ১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান।

গ্রেপ্তার নুরুল কাদের (৫২) ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম টেকপাড়ার আব্দুর রহমানের ছেলে।

খাইরুল বলেন, “অস্ত্রধারী কয়েকজনের অবস্থানের খবরে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

“পরে তার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ভেতর থেকে চারটি দেশি বন্দুক, ছয়টি গুলি ও দুটি ছুরি উদ্ধার করা হয়।”

আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে এবং তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।

তিনি বলেন, এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে ঈদগাঁও থানায় নতুন করে মামলা করা হয়েছে।