ক্যাটাগরি

জামিন পেলেন ইশরাক

মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে শুনানি
শেষে বিচারক তোফাজ্জল হোসেন তার জামিন মঞ্জুর করেন।

ইশরাকের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
বলেন, “নাশকতার যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই ঘটনার দিন তিনি দেশের
বাইরে ছিলেন। এর প্রমাণ দাখিল করায় জামিন পেয়েছেন।”

এই আইনজীবী জানান, ইশরাকের জামিন চেয়ে সোমবার ঢাকার মহানগর দায়রা
জজ আদালতে আবেদন করা হয়েছিল। বিচারক কে এম ইমরুল কায়েশ আগামী ১১ মে শুনানির দিন ধার্য
করেছিলেন।

“সেই আবেদনটি প্রত্যাহার করে নেওয়ায় মঙ্গলবার হাকিম আদালতে জামিন
আবেদন করা হয়। আদালত জামিন দিয়েছে।”

গত ৬ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিলের শাপলা চত্বরের কাছ থেকে
ইশরাককে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়।

পরে তাকে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ২০২০ সালে মতিঝিল
থানার এক মামলায় গেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে
পাঠানোর আদেশ দেন।

বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সদস্য ইশরাক ঢাকার
সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।

দলের নেতারা জানিয়েছেন, শ্রমিক দলের নেতাকর্মীদের সঙ্গে
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে মতিঝিলে লিফলেট বিতরণ করার সময় তাকে গ্রেপ্তার করেছিল
পুলিশ।

আরও খবর


বিএনপি নেতা ইশরাক গ্রেপ্তার
 

গ্রেপ্তারের পর বিএনপি নেতা ইশরাক কারাগারে