উপজেলার নারগুন ইউনিয়নের টাঙ্গন নদীতে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে মৃত্যুর ঘটনা ঘচটে বলে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান।
নিহত ইউসুফ আলীর ছেলে সিয়াম (৯) ও মনসুর আলীর ছেলে মাসুম বিল্লাহ (১২) নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামের কেরানি মার্কেটের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি বলেন, দুপুরে গ্রামের পাঁচজন শিশু পার্শবর্তী টাঙ্গন নদীতে গোসল করতে নামলে সিয়াম ও মাসুম বিল্লাহ গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় অন্য শিশুদের চিৎকার আশপাশের লোকজন নিখোঁজদের খোঁজতে থাকে।
খবর পেয়ে তাৎক্ষণিকঠাকুরগাঁও সদর থানা পুলিশ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় দুই ঘন্টা খোঁজার পর সিয়াম ও মাসুম বিল্লাহ লাশ উদ্ধার করে।
তবে এতে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীতে গভীর গর্তের সৃষ্টি হয়ে বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, ড্রেজার মেশিন বসিয়ে দুর্বৃত্তরা অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তে তলিয়ে গিয়েই সিয়াম ও মাসুম মারা যায়।
ওসি তানভিরুল ইসলাম বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ দিলে আইনী পদক্ষেপ নেওয়া হবে।