সোমবার নিউ ইয়র্কের গুলশান প্যালেসে অনুষ্ঠিত এ মাহফিল পরবর্তী সভায় প্রধান অতিথি ছিলেন কংগ্রেসওম্যান গ্রেস মেং।
সভাপতিত্ব করেন এবিপিসির সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সঞ্চালনা করেন এবিপিসির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার ও যুগ্ম সম্পাদক শাহ ফারুক।
বক্তব্য দিচ্ছেন কনসাল জেনারেল মনিরুল ইসলাম
বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূতের বিশেষ প্রতিনিধি ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূরএলাহি মিনা, ডেপুটি কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান এবং ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী।
বক্তব্য দেন নিউ ইয়র্কে কনসাল জেনারেল মনিরুল ইসলাম, মোর্শেদ আলম, মঈন চৌধুরী ও ওয়াদূদ ভূইয়া।
কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, “করোনাভাইরাস রিলিফ ফান্ডের হিস্যা বাংলাদেশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাও যথাযথভাবে পাবার ক্ষেত্রে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন বাংলা ভাষার গণমাধ্যমগুলো। ফলে আমার কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট (নিউ ইয়র্ক-৬) এর সব রেস্টুরেন্ট ব্যবসায়ী, গ্রোসারি ব্যবসায়ীসহ বিভিন্ন ধরনের ক্ষুদ্র ব্যবসায়ীরা দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণের মঞ্জুরি ড্র করেছেন। এজন্য কৃতিত্ব দাবি করতে পারে কমিউনিটিভিত্তিক ব্যবসায়ী সংগঠনের নেতারা। পাশাপাশি অভিবাসী সমাজের অধিকার আদায়ে নিবেদিত বাংলাদেশিসহ কম্যুনিটিভিত্তিক মিডিয়াগুলোর কৃতিত্ব অপরিসীম। অথচ এখন পর্যন্ত সিটি, স্টেট কিংবা ফেডারেল প্রদত্ত বিজ্ঞাপন ঠিকমত পাচ্ছে না। বাংলাদেশি মিডিয়াগুলোকে সামান্যই বরাদ্দ দেওয়া হচ্ছে এ খাতে।”
গ্রেস মেং আরও বলেন, “এখানে যে সব সাংবাদিক এসেছেন, তারা কিন্তু আমাদের মতো বাসায় ফিরবেন না। সরাসরি অফিসে গিয়ে এ অনুষ্ঠানের সংবাদটি তৈরি করবেন নিজ নিজ গণমাধ্যমের জন্য। এজন্য আমি ব্যক্তিগতভাবে তাদের শ্রদ্ধা জানাচ্ছি।
“অনেক সময়ই মূলধারার গণমাধ্যমে খেটে খাওয়া মানুষদের প্রকৃত তথ্য উপস্থাপিত হয় না। সে দায়িত্বটি পালন করেন কম্যুনিটিভিত্তিক সাংবাদিকরা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শিল্পী রথীন্দ্র নাথ রায়, মুক্তিযোদ্ধা শিল্পী শহীদ হাসান, মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, মুক্তিযোদ্ধা এনামুল হক, মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা ফিরোজ পাটোয়ারি, মুক্তিযোদ্ধা ফেরদৌস, মুক্তিযোদ্ধা এম এ হাসান, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |