ক্যাটাগরি

ভেরেইনাকে বল ছুঁড়ে মারায় খালেদের শাস্তি

আইসিসি মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানায়, আচরণ বিধি ভাঙায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে খালেদকে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে।

সোমবার শেষ হওয়া পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টার ঘটনা এটি। ম্যাচের প্রথম ইনিংসের ৯৫তম ওভার করতে আসেন খালেদ। তার লেংথ বল ডিফেন্স করে ক্রিজেই ছিলেন ভেরেইনা। রান নেওয়ার চেষ্টা করেননি, বলের দিকে তাকিয়েও ছিলেন না। বোলার খালেদ তবু বল তুলে ছুঁড়ে মারেন, বল গিয়ে লাগে ভেরেইনার গ্লাভসে। তিনি চমকে যান, তেতেও ওঠেন।

খালেদ অবশ্য দ্রুতই হাত উঁচিয়ে দুঃখপ্রকাশ করেন। তবে ভেরেইনা তখন বেশ ক্ষিপ্ত। স্লিপ থেকে ইয়াসির আলি দৌড়ে গিয়ে ভেরেইনাকে থামান। আম্পায়ার মারাইস ইরাসমাস কথা বলেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে।

এমন কাণ্ডের পর ম্যাচের চার আম্পায়ার খালেদের বিরুদ্ধে অভিযোগ করেন। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে, নিজের ভুল স্বীকার করে নেন খালেদ। মেনে নেন শাস্তিও।

তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

প্রথম ম্যাচের মতো সিরিজের দ্বিতীয় টেস্টেও ব্যাটিং ব্যর্থতায় হারে বাংলাদেশ। ৩৩২ রানের পরাজয়ে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশড হয় তারা।