ক্যাটাগরি

মানিকগঞ্জে ধর্ষণের ভিডিও ছড়ানোর অভিযোগে ২ তরুণ গ্রেপ্তার

গ্রেপ্তরা হলেন- শিবালয় উপজেলার শিবরামপুর গ্রামের তুহিনুজ্জামান তপুর ছেলে সামিউল ইসলাম সামি (২২) ও ঘিওর উপজেলার শ্রীবাড়ী গ্রামের পল্লব সরকারের ছেলে তাপস সরকার (১৯)।

সোমবার এক সংবাদ সম্মেলনে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নূরজাহান লাবণী জানান, রোববার রাতে অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মামলা করেছেন।

মামলার বরাতে লাবণী বলেন, গত ১ মার্চ মোবাইল ফোনের মাধ্যমে সামির সঙ্গে ওই স্কুল ছাত্রীর পরিচয় হয়। পরদিন সকাল ১০টার দিকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য মেয়েটি বাইরে বের হয়। ওইদিন বিকালে সামি মেয়েটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে রিকশায় উঠিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে।

ফাইল ছবি

পরে সামি ও তার সহযোগী তাপস সরকার মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। এ ঘটনা কাউকে জানানো হলে ভিডিও ফেইসবুক ও ইউটিউবে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় মেয়েটিকে। ভয়ে ওই ছাত্রী এ ঘটনা গোপন রাখে। কিন্তু ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সামি ও তাপস মেয়েটিকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। এক পর্যায়ে তারা মেয়েটির কাছে টাকা ও স্বর্ণালংকার দাবি করে।

কিন্তু ওই স্কুল ছাত্রীর কাছ থেকে সাড়া না পেয়ে একপর্যায়ে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে ধর্ষণের ভিডিও ক্লিপসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে ঘটনা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।