ক্যাটাগরি

লাখ টাকা পুরস্কার পেলেন পদকজয়ী আর্টিস্টিকস জিমন্যাস্টরা

জাতীয় ক্রীড়া পরিষদের সভা কক্ষে মঙ্গলবার
বাংলাদেশ জিমনাস্টিক্স ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুনের সভাপতিত্বে এ অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়।

ওই আসরে দলগতভাবে বাংলাদেশ জিমন্যাস্টিক্স
দল তৃতীয় হয়েছিল। রাজিব চাকমা ফ্লোর এক্সারসাইজে রুপা এবং ভলটিং টেবিলে ব্রোঞ্জ জিতেন।
মহিলা বিভাগের ভলটিং টেবিলে বনফুলি চাকমা পান ব্রোঞ্জ।

বাংলাদেশের হয়ে একমাত্র রুপা জয়ের সুবাদে
রাজিব ১ লাখ টাকা এবং ভলটিং টেবিলে ব্রোঞ্জ পদক পাওয়ায় আরও ৬০ হাজার টাকার প্রাইজমানি
পেয়েছেন। ব্রোঞ্জ জেতা বনফুলি পেয়েছেন ৬০ হাজার প্রাইজমানি।

অলঅ্যারাউন্ড বিভাগে দলগত ব্রোঞ্জ পদকজয়ী
বাংলাদেশ দলকে ১ লাখ টাকা প্রাইজমানি দেওয়া হয়। 
দলের হয়ে অংশ নেন আবু সাঈদ রাফি, রাজিব চাকমা, সাজিদ হক এবং প্রেনথৈ ম্রো।

বাংলাদেশ জিমনাস্টিক ফেডারেশনের কোচ ও কর্মকর্তাদের
মধ্যেও ১ লাখ ৯০ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হয়।

গত অক্টোবরে হওয়া বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল
সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশসহ ৬ টি দেশ
অংশগ্রহণ করে। অন্যান্য দেশগুলো হলো উজবেকিস্তান, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।