ক্যাটাগরি

শরীয়তপুরে শিশুকে অপহরণের পর হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

শরীয়তপুরের নারী ও শিশুনির্যাতন দমন
ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত সাকিব ওরফে বাবু সরদার (২৪)
ও ইমরান মোড়ল (২০) উপজেলার নাওডোবা এলাকার বাসিন্দা।

তাছাড়া আরেকটি ধারায় আসামিদের সাত বছরের
কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। জরিমানা না দিলে তাদের আরও ছয়
মাসের সাজার রায়ও দিয়েছে আদালত।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে ছিলেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আরও
চার আসামিকে খালাস দিয়েছে আদালত। তাছাড়া আরও এক আসামির বিরুদ্ধে উচ্চ আদালতে
আরেকটি মামলা চলমান থাকায় তার রায় স্থগিত রেখেছে আদালত।

আদালতের পিপি ফিরোজ আহমেদ মামলার নথির
বরাতে জানান, উপজেলার হাজী কালাই মোড়লের কান্দি গ্রামের সালাম মাদবরের ছেলে শাকিল
২০২০ সালের ২৫ জুন অপহৃত হয়। শাকিল ওই এলাকার অ্যাম্বিশন কিন্ডার গার্টেন অ্যান্ড
হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

অপহরণকারীরা শাকিলের চাচা শাহাজুল ইসলাম
মাদবরের কাছে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতে দেরি
হওয়ায় শাকিলকে হত্যা করে পদ্মা সেতু সংলগ্ন ওই গ্রামের বারেক মৃধার বাড়ির পাশের
বালুর মাঠে মাটিচাপা দিয়ে রাখা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

পরে পুলিশ শাকিলের মরদেহ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় জাজিরা থানায় নারী ও
শিশুনির্যাতন দমন আইনে মামলা করেন তার বাবা আবদুস সালাম। মামলায় সাতজনকে আসামি করেন
তিনি। ২০২০ সালের ১৭ ডিসেম্বর আদালতে সব আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

পিপি ফিরোজ বলেন, ১৮ জনের সাক্ষ্যসহ
তথ্য-প্রমাণ শেষে আদালত দুই আসামিকে আজ এই সাজা দিল। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট
নয়। বাদীপক্ষ উচ্চ আদালতে আপিল করবে।