ক্যাটাগরি

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ‍বৃদ্ধকে পুলিশে সোপর্দ

সোমবার সন্ধ্যায় নগরীর পাহাড়তলী থানার আলিফ গলির একটি বস্তিতে এ ঘটনা
ঘটে বলে জানান পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান।

মো. ইউসুফ নামের ওই ব্যক্তি রাস্তায় ভাঙ্গারি কুড়াতেন।

ওসি মোস্তাফিজুর বলেন, ঘটনার দিন ইফতারের সময় শিশুটি ঘরের বাইরে ঘুরছিল।
এ সময় ইউসুফ তাকে চকলেট কেনার কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

শিশুটির চিৎকারে প্রতিবেশীরা টের পেলে তাকে উদ্ধার করে। পরে ওই বৃদ্ধকে
ধরে পুলিশের হাতে তুলে দেয় তারা।

ঘটনার রাতেই শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইউসুফের বিরুদ্ধে
মামলা করেন বলে জানান ওসি।