ক্যাটাগরি

অধ্যাপক সামাদ দ্বিতীয় মেয়াদে ঢাবির উপ-উপাচার্য

মঙ্গলবার রাষ্ট্রপতির
আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুম আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ
দেওয়া হয়।

এই দফায়ও চার বছরের জন্য
উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক সামাদ।

২০১৮ সালের ২৭ মে প্রথমবার
ঢাকা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য ( প্রশাসন) পদে নিয়োগ পেয়েছিলেন তিনি। তার সেই নিয়োগের
মেয়াদ ২৭ মে পূর্ণ হওয়ার কথা।

সাহিত্যাঙ্গনে কবি হিসেবে
পরিচিত অধ্যাপক সামাদ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক। তিনি
বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কের দায়িত্বও পালন
করছেন।

অধ্যাপক সামাদের জন্ম
১৯৫৬ সালে জামালপুরে। তিনি যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের উইনোনা স্টেট ইউনিভার্সিটিতে
ভিজিটিং অধ্যাপক হিসেবে ২০০৫ এবং ২০০৯ সালে পর-পর দুইবার পাঠদান করেন। এছাড়া টোকিওর
‘জাপান কলেজ অব সোশ্যাল ওয়ার্ক’ গবেষণা ফেলো হিসেবে কাজ করেন তিনি।

বেসরকারি বিশ্ববিদ্যালয়
‘ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)’ এর উপাচার্যের
দায়িত্বও পালন করে এসেছেন অধ্যাপক সামাদ।

তিনি জাতীয় কবিতা পরিষদের
সভাপতি। ২০২১ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। এছাড়া নানা পুরস্কারে
ভূষিত তিনি।