প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ২০ মে দ্বিতীয় এবং ৩ জুন তৃতীয় ধাপের নিয়োগ
পরীক্ষা নেওয়া হবে।
সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। আবেদনকারীর নিজ নিজ জেলায়
পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কোন তারিখে কোন জেলা বা উপজেলা পর্যায়ের পরীক্ষা হবে তা প্রাথমিক শিক্ষা
অধিদপ্তরের ওয়েবসাইটে জানানো হবে। ইতোমধ্যে প্রথম ধাপের তালিকা প্রকাশ করা হয়েছে।
এ ধাপে চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ,
ঢাকা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার ও লালমনিরহাটের
সব উপজেলার প্রার্থীরা অংশ নেবেন। এছাড়া সিরাজগঞ্জ, যশোর, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ,
টাংগাইল, কুমিল্লা ও নোয়াখালীর নির্দিষ্ট উপজেলাকে প্রথম ধাপে রাখা হয়েছে।
সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা
অধিদপ্তর ২০২০ সালের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি দিয়েছিল। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে
এতদিন নিয়োগ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের আবেদনে উল্লেখিত মোবাইল নম্বরে
প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস পাঠানো হবে।
প্রথম ধাপের পরীক্ষার জন্য প্রার্থীরা ১৭ এপ্রিল থেকে admit.dpe.gov.bd-
ওয়েবসাইটে
Username
এবং Password
দিয়ে অথবা
এসএসসির রোল, বোর্ড ও পাসের সাল দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট
কপি সংগ্রহ করতে পারবেন।
পরীক্ষা কেন্দ্রে প্রার্থীদের প্রবেশপত্রের রঙিন প্রিন্টের পাশাপাশি জাতীয়
পরিচয়পত্র নিয়ে আসতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।