ক্যাটাগরি

বঙ্গোপসাগরে গুলিতে জেলে নিহত

বুধবার
সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা সাত্তার মাঝির ঘাটের পশ্চিমে সাগরে এ ঘটনা ঘটে
বলে জানান স্থানীয় জেলেরা।

নিহত
রাসেল (১৮) রায়পুর ইউনিয়নের দক্ষিণ পাটুয়াপাড়ার রফিকের ছেলে।  

স্থানীয়
জেলেদের ভাষ্য, সকালে মাছ ধরতে গেলে তাদের বসানো জাল নিয়ে যাওয়ার সময় টহলরত এক ‘বাহিনীর’
সঙ্গে সাথে তাদের বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে রাসেল
গুলিবিদ্ধ হন।

নৌ
পুলিশ চট্টগ্রাম অঞ্চলের বার আউলিয়া ফাঁড়ির এসআই নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, “সকালে একদল জেলে সাগরে ‘নিষিদ্ধ পেকুয়া’ জাল বসিয়ে মাছ শিকার করছিল।
ক্ষতিকর এ জালে আটকা পড়া বড় মাছের সাথে পোনাও আটকা পড়ে। আড়াই ইঞ্চির কম ফাঁকার জালটি
মাছ ধরতে ব্যবহার করা নিষিদ্ধ।

“জেলেদের
অভিযোগ, সাগরে টহলরত কোনো বাহিনী তাদের কাছ থেকে জাল জব্দ করে নিয়ে যাওয়ার সময় ‘ঝামেলা’
হয়। এ সময় গুলিতে একজন মারা যায়।”

এসআই
নাসির জানান, গুলিবিদ্ধ রাসেলকে সাগর থেকে এনে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়
অন্য জেলেরা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে
নৌ পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

রাশেদের
বুকের বাম পাশে ও পেটের মাঝামাঝি স্থানে গুলি লাগে জানিয়ে তিনি বলেন, “রাশেদের মৃত্যু
নিয়ে জেলেরা ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন। তারা একেকবার একেক বাহিনীকে দায়ী করছেন।
বিষয়টি তদন্ত করে দেখা হবে।”

এ ঘটনার
সঙ্গে কোস্ট গার্ডের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন উপকূল রক্ষী বাহিনী সাঙ্গু
কন্টিজেন্টের দায়িত্বরত কর্মকর্তা সাজু আহম্মেদ।

তিনি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাগরে অবৈধভাবে মাছ আহরণ বন্ধে বিভিন্ন সংস্থা
অভিযান করে থাকে। বুধবার ওই স্থানে কোস্ট গার্ডের কোনো অভিযান ছিল না। আমরাও এক জন
নিহত হওয়ার ঘটনা শুনেছি।”