মঙ্গলবার গভীর রাতে উপজেলার কাশিল ইউনিয়নের
নথখোলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।
নিহত লিমা আক্তার (৩০) গ্রামের সৌদি আরব
প্রবাসী ময়নাল হোসেনের স্ত্রী। তাদের চার বছরের একটি ছেলেসন্তান রয়েছে।
নিহতের শ্বশুর জোয়াহের আলী সাংবাদিকদের বলেন,
“লিমা তার ছেলেকে নিয়ে রাতে ঘুমাতে যান। গভীর রাতে হঠাৎ তার চিৎকার শুনে বাইরে আসি।
তখন পাশের বাড়ির ওয়াসিমকে বের হয়ে যেতে দেখি।
জোয়াহের ঘরে ঢুকে লিমার মাথা থেকে রক্ত বের
হতে দেখেন। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওয়াসিম (৩৮) পেশায় একজন ট্রাকচালক। ঘটনার
পর থেকেই তিনি পলাতক রয়েছেন। একাধিকবার তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি বলে পুলিশ
জানিয়েছে।
লিমার শাশুড়ী ভানু বেগম বলেন, “ওয়াসিম ঘরে
ঢুকে আমার ছেলের বউকে হত্যা করেছে। পালিয়ে যাওয়ার সময় ওয়াসিমকে আমার স্বামী দেখেছেন।
লিমার পাশে ইট পড়েছিল। ইট দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।“
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো
হয়েছে। লিমার শ্বশুর বাদী হয়ে ওয়াসিমকে আসামি করে হত্যা মামলা করেছেন।