এই প্ল্যাটফর্ম গ্রাহকদের দ্রুততম সময়ে পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দেবে বলে নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, দেশি ও বিদেশি নানা পণ্য নিয়ে ‘নগদ মেলা’ গ্রাহকদের অনলাইন কেনাকাটার সেবা দিয়ে যাবে। এই উদ্যোগের সার্বিক সহযোগিতায় রয়েছে বেসরকারি প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ‘ডট লাইনস’।
গ্রাহকরা ‘নগদ’ অ্যাপ থেকে সহজেই ‘নগদ মেলা’ ব্যবহার করতে পারবেন। এছাড়া ক্রেতারা সরাসরি ওয়েবসাইট ভিজিট করেও কেনাকাটা করতে পারবেন।
ছয়টি ক্যাটাগরিতে ১০ হাজারেরও বেশি পণ্য নিয়ে ‘নগদ মেলা’ সাজানো হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে শুরু করে মোবাইল ব্র্যান্ডস, লাইফস্টাইল পণ্য, বাচ্চাদের জামাকাপড় ও খেলনা সামগ্রী, পার্সোনাল কেয়ার থেকে ঘর সাজানোর নানা রকম পণ্য পাওয়া যাচ্ছে প্ল্যাটফর্মটিতে।
“ঈদ উপলক্ষে এসব পণ্যে চাঁদরাত পর্যন্ত গ্রাহকরা ৬০ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাবেন। পাশাপাশি ডেলিভারি পার্টনার হিসেবে ই-কুরিয়ারে দেশব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে ৩ থেকে ৫ দিনের মধ্যেই পণ্য পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে ‘নগদ মেলা’।”
এ বিষয়ে নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “আমরা বিশ্বাস করি বাংলাদেশকে একটি ক্যাশলেস সোসাইটি হিসেবে গড়ে তুলতে ‘নগদ মেলার’ মত উদ্ভাবনী উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি, নগদ ও ডট লাইনসের এই পার্টনারশিপের সুফল গ্রাহকেরা উপভোগ করবেন, যা দেশের ই-কমার্স ইন্ডাস্ট্রিতে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে।”