নগরীর ডিসি হিল ও সিআরবি শিরীষতলায় আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ওই দুই এলাকায় যানবাহন চলাচলে এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, নগরীর লাভ লেইন মোড়, এনায়েত বাজার, চেরাগী পাহাড় ও বোস ব্রাদার্স মোড়ে ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন করা হবে। এসব মোড় থেকে ডিসিহিল অভিমুখে সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
এদিকে সিআরবি শিরীষতলা অভিমুখে যান চলাচলে নিয়ন্ত্রণে আটমার্সিং মোড়, ফ্রেন্সিস রোড, কাঠের বাংলো ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়ে ব্লক স্থাপন করা হয়েছে বলে জানানো হয়।
চট্টগ্রামে বর্ষবরণের আয়োজন সকাল- দুপুরেই সীমাবদ্ধ
বৃহস্পতিবার নগরীর ডিসি হিলে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ; সিআরবি শিরীষতলায় নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রাম; জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন এবং বাদশা মিয়া রোডের ক্যাম্পাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট বর্ষবরণের আয়োজন করেছে।
ডিসি হিল প্রাঙ্গণে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের বর্ষবরণের আয়োজন শুরু হবে সকাল পৌনে ৭টায়। আগে টানা ৪২ বছর বর্ষবরণের আয়োজন করলেও গত দু’বছর করোনাভাইরাস মহামারীর কারণে তা হয়নি।
নগরীর সিআরবি শিরীষতলায় এ বছর ১৪তম বারের মত বর্ষবিদায় ও বর্ষবরণের আয়োজন করেছে নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রাম। তবে এবারের বর্ষবিদায় অনুষ্ঠানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না।