ক্যাটাগরি

বিনিয়োগ বিকাশে একসঙ্গে কাজ করবে বিডা ও ফিকি

বুধবার রাজধানীর
আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে বিডার নির্বাহী সদস্য সঞ্জয় কুমার চৌধুরী ও ফিকির নির্বাহী
পরিচালক টি আই এম নুরুল কবির সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা অনুযায়ী, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ প্রসারের জন্য বিডা ও ফিকি সহযোগিতার ভিত্তিতে কাজ করবে।ফিকি
ও বিডা যৌথভাবে পরামর্শ সভা, বিনিয়োগ সংলাপ, সম্মেলন, সেমিনার, গোলটেবিল বৈঠক, ফোকাস
গ্রুপ আলোচনা এবং প্রদর্শনীর আয়োজন করবে।

আরও বেশি হারে বিদেশি বিনিয়োগ আনতে ফিকি ও বিডা যৌথভাবে বাংলাদেশের বর্তমান এবং
সম্ভাব্য রাজস্ব ও আর্থিক নীতি, ইজ অব ডুয়িং বিজনেস এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে
গবেষণা ও পরামর্শ বিনিময় করবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, “বিডা ও ফিকি ইতিমধ্যে
বেসরকারি খাতের প্রবৃদ্ধির সুবিধার্থে এবং নতুন বিনিয়োগের সুযোগ উন্নীত করতে সহযোগিতার
ভিত্তিতে কাজ করে চলেছে। গত নভেম্বরে বিডার বিনিয়োগ সম্মেলনে সহযোগিতা করেছিল ফিকি।

“আজ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে একে অপরের বিনিয়োগ বিকাশের অংশীদার
হয়েছি, যার মাধ্যমে আমরা বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে অধিক পরিমাণ
এফডিআই অর্জন করতে পারব।”

সিরাজুল ইসলাম জানান, ফিকিসহ মোট
৪০টি প্রতিষ্ঠানের সঙ্গে বিডার সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলোর
সেবা দ্রুতই বিডা ওএসএস’র পোর্টালে যুক্ত হবে।

ফিকি সভাপতি নাসের এজাজ বলেন, “বিনিয়োগ বিকাশে বিডার অংশীদার হতে পেরে
আমরা আনন্দিত, আমরা বিশ্বাস করি, এশিয়ার ভিতরে বাংলাদেশ নিরাপদ বিনিয়োগের সেরা গন্তব্য।

“৫৭ বছর আগে যাত্রা শুরু করা ফিকিতে এখন বিশ্বের ৩৫টির বেশি দেশের সদস্য
রয়েছে, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে সেই সব দেশে বিডার সহযোগিতায় আমরা ‘শোকেস বাংলাদেশ’
তুলে ধরব, যা দেশকে আরও এগিয়ে নিবে।”

বিডা ও ফিকি গত ২৯ অগাস্ট ফিকির তিনটি বিনিয়োগ
পরিষেবাকে বিডার ইন্টার অপারেবল ওএসএস’র সঙ্গে একীভূত করার জন্য একটি সমঝোতা স্মারক
স্বাক্ষর করেছিল। সেবাগুলো হচ্ছে মেম্বারশিপ সার্টিফিকেইট ইস্যুয়েন্স, মেম্বারশিপ সার্টিফিকেইট
রিনিউয়াল ও সার্টিফিকেইট অব অরিজিন।