ক্যাটাগরি

জি২০ বৈঠকে ভার্চুয়ালি অংশ নেবেন রাশিয়ার অর্থমন্ত্রী: ইন্দোনেশিয়া

জি২০-র বর্তমান সভাপতি ইন্দোনেশিয়া বৃহস্পতিবার একথা জানিয়েছে।

ইউক্রেইন যুদ্ধের প্রভাব নিয়ে ২০ এপ্রিল ওয়াশিংটনে ওই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। 

বৈঠকে ইউক্রেইনকে আমন্ত্রণ জানানোর বিষয়টিও জাকার্তা বিবেচনা করছে বলে বৃহস্পতিবারের ব্রিফিংয়ে বলেছেন ইন্দোনেশিয়ার অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা ওয়েম্পি সপুত্র।

ইউক্রেইনে রুশ হামলার প্রতিক্রিয়ায় মস্কোকে জি২০ থেকে বের করে দিতে পশ্চিমারা চেষ্টা করছে বলে খবর হয়েছিল।

রাশিয়াকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার লক্ষ্যে এরই মধ্যে দেশটির ওপর ব্যাপক নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো।

তবে পশ্চিমারা চাইলেও রাশিয়াকে জি২০ থেকে বাদ দেওয়ার চেষ্টায় চীন, ভারত, সৌদি আরবসহ জোটের একাধিক সদস্য ভিটো দিতে পারে বলে অনুমান করা হচ্ছে।

চলতি বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে জি২০ শীর্ষ সম্মেলন হওয়ার কথা; রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই সম্মেলনে যোগ দেওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন বলে জাকার্তায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত গত মাসে জানিয়েছিলেন।