বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে
জানান র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস।
এরা হলেন, মো নুরুন্নবী ওরফে বিদ্যুৎ (৪৫)
ও মো. আজমাইন সেখ (৩৯)।
র্যাব কর্মকর্তা বীণা বলেন, “পল্লবী এলাকায়
হেরোইন কেনাবেচার খবরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা
একটি চামড়ার ব্যাগ থেকে এক কেজি হেরোইন পাওয়া যায়।”
গ্রেপ্তাররা র্দীঘদিন ধরে ঢাকার বিভিন্ন
স্থানে হেরোইন কেনাবেচার কথা ‘স্বীকার করেছে’ বলে জানান তিনি।