গুগল নতুন অ্যাপটি অনেকটা চুপিসারেই বাজারজাত করেছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫ গুগল। ওয়্যারলেস প্রযুক্তিতে কাজ করবে অ্যাপটি; অর্থাৎ, ডেটা ট্রান্সফারের সময় দুই ফোনের মধ্যে তার দিয়ে সংযোগ স্থাপন করার কোনো বিষয় নেই এখানে।
“গুগলের সুইচ টু অ্যান্ড্রয়েড অ্যাপটি আপনাকে দ্রুত গতিতে এবং নিরাপদে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেটা, যেমন- ফটো, ভিডিও, কন্ট্যাক্ট এবং ক্যালেন্ডার ইভেন্ট কোনো কেবলের ঝামেলা ছাড়াই নতুন অ্যান্ড্রয়েড ডিভাইসে স্থানান্তর করতে দেবে,”– বলা রয়েছে অ্যাপটির অ্যাপ স্টোর বিবরণীতে।
এই স্থানান্তর উপযোগী ডেটার তালিকায় ‘মেসেজ’ নেই বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। তবে, ডিভাইস পরিবর্তনের সময় বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে আইমেসেজের মাধ্যমে চলতি আলাপচারিতাগুলো কীভাবে বন্ধ করতে হবে, সেটি ঠিকই বাতলে দেবে অ্যাপটি।
নিজস্ব প্রতিবেদনে ৯টু৫ গুগল জানিয়েছে, অ্যাপলের অ্যাপ স্টোরে ‘সুইচ টু অ্যান্ড্রয়েড’ অ্যাপটি যোগ হয়েছে আনলিস্টেড অ্যাপ হিসেবে। অর্থাৎ, আইফোন থেকে অ্যাপ স্টোরে সার্চ করেও খুঁজে পাওয়া যাবে না অ্যাপটি। ডাউনলোড করতে হবে ‘ডাইরেক্ট লিংক’ এর মাধ্যমে।
অ্যাপটি কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে অ্যাপলের অ্যাপ স্টোরে তালিকাভুক্ত হতে পারে, সে বিষয়ে জানতে গুগলের সঙ্গে যোগাযোগ করেছিল ভার্জ। কোনো উত্তর তাৎক্ষণিকভাবে মেলেনি সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটির কাছ থেকে।
অন্যদিকে, অ্যাপল অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে আইওএস ডিভাইসে সহজে ডেটা ট্রান্সফারের অ্যাপ বাজারে ছেড়েছে অনেক দিন আগেই। ২০১৫ সাল থেকেই বাজারে আছে ‘মুভ টু আইওএস’ অ্যাপটি।