ক্যাটাগরি

বাদ পড়েও গর্বিত আতলেতিকো অধিনায়ক

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ে প্রথম লেগে সিটির মাঠে ১-০ গোলে হেরে বুধবার দ্বিতীয় লেগে নিজেদের মাঠে খেলতে নামে আতলেতিকো। প্রথমার্ধে আধিপত্য ছিল সিটির। তবে গোল পায়নি তারা। দ্বিতীয়ার্ধে সিটি বেছে নেয় রক্ষণাত্মক খেলে গোল সামলানোর কৌশল। আতলেতিকোর তো গোল না করে উপায় নেই, তারা একের পর এক আক্রমণ শানাতে থাকে।

কিন্তু লাভ হয়নি। সিটির রক্ষণ আর আতলেতিকোর সুযোগ হাতছাড়া করা মিলিয়ে শেষ পর্যন্ত গোলশূন্যই শেষ হয় ম্যাচ।

আতলেতিকোর রক্ষণাত্মক ফুটবলের কৌশল নিয়ে বরাবরই সমালোচনা হয় অনেক। এই ম্যাচে দ্বিতীয়ার্ধে অনেকটা একইরকম কৌশলে খেলে সিটি। ম্যাচ শেষে সেটা নিয়ে খোঁচা দিতে ভুললেন না কোকে।

“সিটি আজকে যেভাবে খেলেছে, আতলেতিকো এভাবে খেললে তো প্রবল সমালোচনা করা হয়। দেখি, আজকে লোকে কী বলে!”

গোল না পেলেও আতলেতিকোর গোল পাওয়ার চেষ্টা নিয়ে সন্তুষ্ট কোকে। আফসোস তার সুযোগ কাজে লাগাতে না পারায়।

“আমার সতীর্থরা আজকে যেভাবে চেষ্টা করে গেছে, ওদের নিয়ে আমি গর্বিত। দলকে দায় দেওয়ার কিচ্ছু নেই। সুযোগ এসেছিল আমাদের, তা আমরা নিতে পারিনি। প্রতিপক্ষকে অভিনন্দন জানাই, তবে আতলেতিকোর আরও বেশি প্রাপ্য ছিল।”