তারা বলছে, জাহাজটিতে গোলাবারুদের বিস্ফোরণের পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইউক্রেইনের দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র যুদ্ধজাহাজটিতে আঘাত হেনেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোভিয়েত আমলের মিসাইল ক্রুজার যুদ্ধজাহাজটির আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
জাহাজটিতে হামলার কথা স্বীকার করেনি রাশিয়া, বরং তারা বলেছে, অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
উক্রেইনের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ড দাবি করেছে, ইউক্রেইন নির্মিত জাহাজ-বিধ্বংসী নেপচুন ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ যুদ্ধজাহাজটিতে হামলা করা হয়েছে এবং এটি ডুবতে শুরু করেছে।
তবে বার্তা সংস্থা রয়টার্স ইউক্রেইন এবং রাশিয়া কারও দাবির সত্যতাই যাচাই করতে পারেনি।
ইউক্রেইনে সামরিক অভিযানে ব্যর্থতার আবর্তে থাকা রাশিয়ার জন্য মস্কভা যুদ্ধজাহাজের ক্ষতি আরেকটি ধাক্কা।
ইউক্রেইন যুদ্ধের ৫০তম দিনে জাহাজটি অচল হল। রাশিয়া পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলে বড় আক্রমণের প্রস্তুতি নেওয়ার সময়ই এমন ঘটনা ঘটল, যে অঞ্চলে আক্রমণ শানাতে পারাটা রাশিয়ার অভিযানের জন্য ছিল গুরুত্বপূর্ণ।
ইউক্রেইনের রাজধানী কিইভ দখলে ব্যর্থ হয়ে রাশিয়া উত্তরাঞ্চলের কিছু এলাকা থেকে তাদের বাহিনী সরিয়ে নিয়েছে। তারা নতুন হামলার জন্য তাদের বাহিনীকে পুনরায় মোতায়েন করছে বলে জানিয়েছে ইউক্রেইন ও এর পশ্চিমা মিত্ররা।
বুধবার রাতে এক ভিডিও ভাষণে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “রুশ বাহিনী তাদের পরাজয়ের প্রতিশোধ নিয়ে ইউক্রেইনের দক্ষিণ এবং পূর্বের অঞ্চলগুলোতে তৎপরতা জোরদার করছে।”