বৃহস্পতিবার উপজেলার গোমদণ্ডী গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে ডুবে যায় ধ্রুব দাশ (১১)। অপরদিকে বাড়ির পাশে পুকুরে নেমে তলিয়ে যায় পূর্ব ধোরলা গ্রামের স্বাত্তিক চন্দ্র দাশ (৪)।
ধ্রুব গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পরত, তার বাবার নাম গোবিন্দ দাশ। তারা বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৈবর্তপাড়ার বাসিন্দা।
পানিতে ডুবে যাওয়া স্বাত্তিক আহল্লা করলডেঙ্গা ইউনিয়নের পূর্ব ধোরলা গ্রামের বাসিন্দা উত্তম চন্দ্র দাশের ছেলে।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, “দুপুরে অল্প সময়ের ব্যবধানে ধ্রুব ও স্বাত্তিককে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। পরে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।”
স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, এদের মধ্যে ধ্রুব খালের পানিতে এবং স্বাত্তিক পুকুরের পানিতে ডুবে যায়।
স্থানীয় সাংবাদিকরা জানান, সকালে বাড়ির কাছে ছন্দারিয়া খালে গোসল করতে নামে ধ্রুব। এ সময় সে পানিতে তলিয়ে যায়। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে।
অন্যদিকে বাড়ির পাশে পুকুরে নেমে পানিতে তলিয়ে যাওয়ার পর পরিবারের সদস্যরা স্বাত্তিককে উদ্ধার করে।