ক্যাটাগরি

মুক্তির আগেই রেকর্ড গড়ল কেজিএফ: চ্যাপ্টার ২

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মুক্তি পাওয়ার আগেই রেকর্ড গড়েছে সিনেমাটি। ‘অ্যাডভান্স বুকিং’ বা প্রেক্ষাগৃহে প্রদর্শনের আগাম চুক্তির হিসাবে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ এর হিন্দি ভাষার সংস্করণ এরইমধ্যে ‘আরআরআর’ সিনেমার রেকর্ড ভেঙেছে।

মুক্তির আগেই উত্তর ভারতে হিন্দিভাষী অঞ্চলে শুধু অ্যাডভান্স বুকিংয়েই ২০ কোটি রুপি আয় করে ফেলেছে ‘কেজিএফ: চ্যাপ্টার ১’-এর দ্বিতীয় পর্ব।

ধারণা করা হচ্ছিল, শহিদ কাপুর অভিনীত ‘জার্সি’ সিনেমাটি দক্ষিণী তারকা যশ অভিনীত ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ এর সঙ্গে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। কারণ দুটো সিনেমাই বৃহস্পতিবার মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সোমবার জানানো হয়, ‘জার্সি’র মুক্তি পিছিয়ে ২২ এপ্রিলে নেওয়া হয়েছে।

মূলত কেজিএফ-এর সিক্যুয়ালের বিপুল আগাম বুকিংয়ের চাপেই ‘জার্সি’র মুক্তি পেছানো হয়েছে বলে ধারণা করছেন ফিল্ম ইন্ডাস্ট্রির বিশ্লেষকেরা।

হিন্দুস্তান টাইমস জানায়, মুক্তির চার দিন আগেই কেজিএফ: চ্যাপ্টার ২ এর হিন্দি ভাষার সংস্করণের টিকেট বিক্রির অংক ১১ কোটি রুপি ছাড়িয়ে যায়, যদিও মূল সিনেমাটি কন্নড় ভাষার।  

এর আগের রেকর্ডধারী সিনেমা এসএস রাজামৌলির আরআরআর একই সময়ে ৫ কোটি রুপি আয় করেছিল। 

পরিচালক প্রশান্ত নীলের পরিচালনায় কেজিএফ এর দ্বিতীয় অধ্যায়েও কেন্দ্রীয় চরিত্র ‘রকি’। কাহিনী আবর্তিত হয়েছে কোলার স্বর্ণ খনিকে কেন্দ্র করে গড়ে ওঠা সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে। চ্যাপ্টার ২ এ খল চরিত্রে দেখা যাবে বলিউডের তারকা সঞ্জয় দত্তকে; রাভিনা ট্যান্ডন থাকবেন ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকায়।

এরআগে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘কেজিএফ: চ্যাপ্টার ১’ বিশ্বজুড়ে ২৫০ কোটি রুপির ব্যবসা করে। বিশ্লেষকেরা আশা করছেন, চ্যাপ্টার ২ সহজেই ওই আয় ছাড়িয়ে যাবে।