গত রোববার ঢাকার শাহজালাল বিমানবন্দরে হ্যাঙ্গারে ঢোকার সময় বোয়িং দুটির মধ্যে ধাক্কা লেগেছিল। তাতে বোয়িং ৭৭৭ ও বোয়িং ৭৩৭ দুটি উড়োজাহাজই ক্ষতিগ্রস্ত হয়।
হ্যাঙ্গারে ঢোকানোর সময় ধাক্কা, বিমানের ২ বোয়িং ক্ষতিগ্রস্ত
বিমানের বোয়িং ৭৭৭ উড়োজাহাজ। ফাইল ছবি
চার দিন পর বৃহস্পতিবার বিমানের জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্ষতিগ্রস্ত দুটি উড়োজাহাজকেই উড্ডয়নক্ষম করা হয়েছে।
বিমানবন্দর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, মেরামত শেষে বৃহস্পতিবার বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি (রাঙা প্রভাত) সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা হয়েছে। আর স্বল্পপাল্লার বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিকে শুক্রবার সিলেটে পাঠানো হবে।
দুর্ঘটনার খবর শুনে সোমবার হ্যাঙ্গারে গিয়ে এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
বৃহস্পতিবার বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হ্যাঙ্গারে ওই দুর্ঘটনার এখনও তদন্তাধীন।