ক্যাটাগরি

রাজধানীর রাস্তায় কভার্ড ভ্যানের চাপায় ৩ জনের মৃত্যু

ঢাকার হাজারীবাগ থেকে মোটরসাইকেলে গাজীপুর
যাওয়ার পথে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন আমির কমপ্লেক্সের
সামনে তারা দুর্ঘটনায় পড়েন বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের মধ্যে ১৮ বছর বয়সী অনিক হাজারীবাগের একটি গ্যারেজে কাজ করেন। ৪৩
বছর বয়সী হনুফা বেগম তার ফুপু। আর ৪০ বছর বয়সী এনামুল হক একই এলাকার আরেকটি রিকশার
গ্যারেজে চাকরি করতেন। এনামুলের মোটরসাইকেলে করেই তারা গাজীপুর যাচ্ছিলেন। 

উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মো. আকতরুজ্জামান
ইলিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি কভার্ড ভ্যানটি মোটরসাইকেলটিকে চাপা
দিলে দুইজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার
মৃত ঘোষণা করেন।

অনিকের মা অজুফা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন ভোরে সেহরির পরপর
তিনজন হাজারীবাগের বাসা থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পরে সকালে তারা দুর্ঘটনার
খবর পান।  

“আমার স্বামী গাজীপুরে একটি কোম্পানিতে চাকরি করে। কয়েক দিন ধরে ও অসুস্থ।
অনিক ওর বাবাকে দেখতে যাবে বলে এনামুলকে অনুরোধ করেছিল তার মোটরসাইকেলে করে যেন নিয়ে
যায়। তখন হনুফাও ওদের সঙ্গে রওনা হয় ভাইকে দেখতে যাওয়ার জন্য।”

এনামুলের বাড়ি নীলফামারীতে। আর হনুফা-অনিকদের বাড়ি বরিশালে। তাদের লাশ
ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনার পরপরই চালক কভার্ডভ্যান ফেলে
পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।