জগন্নাথপুর থানার ওসি তদন্ত সুশঙ্কর রায় জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার পাটলি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সোলেমানপুর গ্রামে এ ঘটনায় মৃত মা ছেলে ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে।
মৃতরা হলেন- নেত্রকোণার জেলার বাসিন্দা হারুন মিয়ার স্ত্রী মৌসুমী বেগম (৩৫), তার ছেলে হোসেন মিয়া (১) ও মেয়ে মাহিমা বেগম (৪)।
পাটলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঙ্গুর মিয়া বলেন, “হারুন তার পরিবার নিয়ে গত ১৫ বছর ধরে সোলেমানপুর গ্রামে সালিক মিয়ার টিনশেডের বাড়িতে ভাড়া রয়েছেন। ভোরে কালবৈশাখী ঝড়ের সময় তার স্ত্রী মৌসুমী দুই সন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন।
“এ সময় দুটি বড়ো গাছ ভেঙে ঘরের উপর পড়লে ঘরটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে প্রতিবেশীরা গিয়ে তাদের মৃত অবস্থায় দেখতে পায়।”
ঘটনার সময় হারুন পাশের একটি ঘরে ছিলেন বলে জানান তিনি।
পাটলি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মালেক বলেন, মৃতদের লাশ হাসপাতালে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।