তবে এবারের আসর ঘিরে চলচ্চিত্রপ্রেমীরা আবারও আগের ব্যঞ্জনা
ফিরে পেতে উদগ্রীব।
বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে
এবারের আসরের জন্য নির্বাচিত চলচ্চিত্রগুলোর লাইনআপ।
বাজ লুজমানের ‘এলভিস’ থেকে শুরু করে ‘বিস্ট’ সিনেমার সহপরিচালক
হিসেবে প্রিসলির নাতনি রিলে কিওহর আত্মপ্রকাশ – সবকিছুই জায়গা করে নিয়েছে এবারের তালিকায়।
প্যারিসে উৎসবের চলচ্চিত্রের তালিকা ঘোষণার সংবাদ সম্মেলনে পরিচালক
থিয়েরি ফ্রেমোঁ জানান, জর্জ মিলারের ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’, ডেভিড ক্রোনেনবার্গের
‘ক্রাইমস অব দ্য ফিউচার’, কেলি রাইকার্টের ‘শোয়িং আপ’ ও জেইমস গ্রের ‘আরমাগেডন টাইম’
এবারের অফিশিয়াল সিলেকশন তালিকায় রয়েছে।
স্বর্ণ পামের জন্য এবার প্রতিযোগিতা শাখায় লড়বে ১৮টি সিনেমা, যার
মধ্যে আগের একাধিক স্বর্ণ পাম জয়ী নির্মাতাও রয়েছেন।
তালিকায় জায়গা পেয়েছে রুবেন উস্টলুন্ডের সামাজিক স্যাটায়ার
‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’, জাপানের কোরে-এদা হিরোকাজুর ‘ব্রোকার’, রোমানিয়ার ক্রিসতিয়ান
মুনগুইয়ের রাজনৈতিক সিনেমা ‘আরএমএন’, ডেভিড ক্রনেনবার্গ পরিচালিত ‘ক্রাইমস
অব দ্য ফিউচার’ এবং দু’বার স্বর্ণ পাম জয়ী বেলজিয়ান ভ্রাতৃদ্বয়
জ্যঁ-পিয়েরে ও লুক দারদেনের ‘টরি অ্যান্ড লকিটা’।
প্রতিযোগিতা শাখার বিচারকদের প্রধান কে হবেন তা নিয়ে কিছু জানা
যায়নি। এবারের আয়োজনের অফিসিয়াল পোস্টারও প্রকাশ হয়নি এখনও।
আনসার্টেন রিগার্ড বিভাগে রয়েছে পাকিস্তানের সায়েম সাদিক পরিচালিত ‘জয়ল্যান্ড’।
স্পেশাল স্ক্রিনিংস বিভাগে জায়গা পেয়েছে ভারতের শৌনাক সেন পরিচালিত
‘অল দ্যাট ব্রিদস’।
৭৫তম কান উৎসবের অফিসিয়াল সিলেকশন
প্রতিযোগিতা শাখা
‘আরমাগেডন টাইম’ – জেমস
গ্রে (যুক্তরাষ্ট্র)
‘বয় ফ্রম হ্যাভেন’ – তারিক
সালেহ (সুইডেন)
‘ব্রোকার’ – কোরি-ইদা হিরোকাজু
(জাপান)
‘ব্রাদার অ্যান্ড সিস্টার’ – আহনু দেঁপ্লেশা (ফ্রান্স)
‘ক্লোজ’ – লুকাস ডোন্ট
(বেলজিয়াম)
‘ক্রাইমস অব দ্য ফিউচার’ – ডেভিড ক্রনেনবার্গ (কানাডা)
‘ডিসিশন টু লিভ’ বা ‘হায়োজিল গিওলসিম’
– পার্ক চ্যান-উক (দক্ষিণ কোরিয়া)
‘এও’ বা ‘হি-হান’ – ইয়াজি
স্কলিমোসস্কি (পোল্যান্ড)
‘ফর এভার ইয়াং’ – ভালেরিয়া ব্রুনি তেদেস্কি (ফ্রান্স)
‘হলি স্পাইডার’ – আলি আব্বাসি
(ইরান)
‘লেইলা’স ব্রাদারস’ – সায়ীদ
রুস্তাই (ইরান)
‘নস্টালজিয়া’ – মারিও মারতোনে
(ইতালি)
‘আরএমএন’ – ক্রিস্তিয়ান
মুনজিউ (রোমানিয়া)
‘শোয়িং আপ’ – কেলি রাইকার্ট (যুক্তরাষ্ট্র)
‘স্টারস অ্যাট নুন’ – ক্লেয়ার
দেনি (ফ্রান্স)
‘চাইকোভস্কি’স ওয়াইফস’ – কিরিল সেরেব্রেনিকভ (রাশিয়া)
‘টরি অ্যান্ড লকিটা’ – জ্যঁ-পিয়েরে
এবং লুক দারদেন (বেলজিয়াম)
‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ – রুবেন অস্টল্যুন্দ (সুইডেন)
আনসার্টেন রিগার্ড শাখা
‘অল দ্য পিপল আই উইল নেভার বি’ – ডাবি হোও (কম্বোডিয়া)
‘বিস্ট’ – রাইলি কিয়াও এবং
জিনা গামেল (যুক্তরাষ্ট্র)
‘বার্নিং ডেজ’ – ইমিন আলপাশ
(তুরস্ক)
‘বাটারফ্লাই ভিশন’ – মাকজিম
নাকোঞ্চনিয়ে (ইউক্রেন)
‘করসেজ’ – মারি ক্রুয়েৎজার
(অস্ট্রিয়া)
‘ডমিঙ্গো অ্যান্ড দ্য মিস্ট’ – আরিয়েল এসকালান্তে মেচা (কোস্টারিকা)
‘গডল্যান্ড’ – হ্লাইনুর পালমাসন (আইসল্যান্ড)
‘জয়ল্যান্ড’ – সায়েম সাদেক
(পাকিস্তান)
‘মেট্রোনম’ – আলেকসান্দ্রু
বেল্ক (রোমানিয়া)
‘প্ল্যান ৭৫’ – হায়াকাওয়া
চিয়ে (জাপান)
‘রোডিও’ – লোলা কিভোরন
(ফ্রান্স)
‘সিক অব মাইসেলফ’ – ক্রিস্তোফের
বর্গলি (নরওয়ে)
‘দ্য সাইলেন্ট টুইনস’ – আগনিয়েস্কা স্মোকসিনস্কা (পোল্যান্ড)
‘দ্য স্ট্রেঞ্জার’ – থমাস
এম রাইট (অস্ট্রেলিয়া)
‘দ্য ওরস্ট’ – লিজ আকোরা
এবং রোমান গিউরে (ফ্রান্স)
‘ভোলাতা ল্যান্ড’ – সিনুশ
হালমাসন (আইসল্যান্ড)
প্রতিযোগিতা শাখার বাইরে
‘এলভিস’ – বাজ লারম্যান
(যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া)
‘ফাইনাল কাট’ – মিশেল আজনভিসুস
(ফ্রান্স)
‘মাসকারাড’ – নিকোলা বুদোস
(ফ্রান্স)
‘নভেম্বর’ – সেদ্রিক হিমেনেজ
(ফ্রান্স)
‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’ – জর্জ মিলার (অস্ট্রেলিয়া)
‘টপ গান: ম্যাভেরিক’ – জোসেফ
কসিনস্কি (যুক্তরাষ্ট্র)
মিডনাইট স্ক্রিনিংস
‘ফুমে ফে তুসে’ – কন্তেঁ দ্যুঁপে (ফ্রান্স)
‘হান্ট’ – লিং চুং-চে (দক্ষিণ
কোরিয়া)
‘মুনএজ ডেড্রিম’
– ব্রেট মরগেন (যুক্তরাষ্ট্র)
স্পেশাল স্ক্রিনিংস
‘অল দ্যাট ব্রিদস’
– শৌনাক সেন (ভারত)
‘দ্য ন্যাচারাল হিস্ট্রি অব ডিসট্রাকশন’ – সের্গেই লোজনিৎজা (ইউক্রেন)
‘জেরি লি লুইস: ট্রাবল ইন মাইন্ড’ – এথান কোয়েন (যুক্তরাষ্ট্র)
কান প্রিমিয়ার
‘ডোডো’ – পানোস এইচ কুত্রাস (গ্রিস)
‘ইরমা ভেপ’ – অলিভিয়ের অ্যাসাইয়াস
(ফ্রান্স)
‘নাইটফল’ – মার্কো বেলোচ্চিও
(ইতালি)
‘নো ফোঁজ্যাঁ’ – রশিদ বুশারেব
(ফ্রান্স)