ক্যাটাগরি

কিইভে ক্ষেপণাস্ত্র কারখানায় হামলার দাবি রাশিয়ার

বুধবারের বিস্ফারণের কারণে মস্কভা ডুবে যাওয়ার কথা রাশিয়া স্বীকার করার কয়েক ঘণ্টা পর কিইভে এই হামলা হয়েছে।

উক্রেইন দাবি করেছিল, তাদের নির্মিত জাহাজ-বিধ্বংসী নেপচুন ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ যুদ্ধজাহাজটিতে হামলা করা হয় এবং এটি ডুবতে শুরু করে। কিন্তু রাশিয়া এই হামলার কথা স্বীকার না করে বলেছিল, জাহাজটির গোলাবারুদে বিস্ফোরণ ঘটে।

জাহাজে ইউক্রেইনের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে রাশিয়া কিছু নিশ্চিত করে না জানালেও পাল্টা জবাবে ‍শুক্রবার কিইভের কারখানায় হামলা চালিয়েছে।

মিসাইল ক্রুজার মস্কভা ছিল রাশিয়ার সমর ক্ষমতার প্রতীক। কৃষ্ণ সাগর থেকে ইউক্রেইনে হামলার নেতৃত্ব দিচ্ছিল জাহাজটি।

বিস্ফোরণে জাহাজটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ৫১০ জন ক্রুকে সরিয়ে বৃহস্পতিবার সেটিকে করে বন্দরে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। সে সময় সাগরে জাহাজটি ডুবে যায় বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য।

রাশিয়া শুক্রবার কিইভে হামলা চালায়। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, রুশ ভূখন্ডে কিইভের কোনওরকম সন্ত্রাসী হামলা কিংবা অন্তর্ঘাতী তৎপরতা সেখানকার বিভিন্ন টার্গেটে ক্ষেপণাস্ত্র হামলা এবং হামলার সংখ্যা বাড়বে।

গাড়ি মেরামতের দোকানের এক কর্মচারি শুক্রবার রাস্তায় একটি শিল্প ভবনে তিনটি বিস্ফোরণ ঘটতে দেখার কথা জানিয়েছেন। ভবনে আগুন ধরে গিয়েছিল এবং দমকলকর্মীরা তা নিভিয়েছে বলে জানান তিনি।