আনুমানিক ৬৫ বছর বয়সী ওই
নারী তার নাম-ঠিকানা কিছু বলেননি। তবে হাসপাতালে ভর্তি হতে চাননি বলে উদ্ধারকর্মীরা
জানিয়েছেন।
শুক্রবার সকালে নগরীর চান্দগাঁও
থানার ইব্রাহিম ম্যাচ ফ্যাক্টরি সংলগ্ন বালুরটাল এলাকার খালের পানিতে গলা পর্যন্ত ডুবে
ছিলেন ওই নারী। তার মাথা ও হাত শুধু খালের ময়লা পানি ও আবর্জনার উপরে ছিল।
উদ্ধারের পর তাকে চট্টগ্রাম
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ফায়ার সার্ভিসের কালুরঘাট স্টেশনের
জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. বাহার উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
তিনি বলেন, “খালের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কেউ একজন দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন করে।”
চট্টগ্রামে খালে পড়ে তলিয়ে গেছে শিশু
‘খেলনা কুড়াতে’ চশমা খালে নেমেছিল চট্টগ্রামের শিশুটি
চট্টগ্রামে নালায় পড়ে মৃত্যু: দায় কার?
এবার চট্টগ্রামে নালায় পড়ে ছাত্রী নিখোঁজ
চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ ছাত্রীর লাশ উদ্ধার
সেই খবরে কালুরঘাট ফায়ার
স্টেশনের কর্মীরা গিয়ে ওই নারীকে খাল থেকে তোলেন।
বাহার উদ্দিন বলেন, “উদ্ধারের
পর উনাকে গোসল করানো হয়। আশপাশের লোকজন কেউ উনাকে খালে পড়ে যেতে দেখেননি। খালে কালো
পানি ও কাদায় ভর্তি। শুধু মাথা উপরে ছিল। এলাকার দুয়েকজন বলেছেন, তারা শুরুতে গাছের
গুড়ি মনে করেছিল।
“হয়ত নড়াচড়া করতে গিয়ে যখন
আরো তলিয়ে যাচ্ছিলেন, তখন তিনি হাত নাড়েন। হাত নাড়ে দেখেই স্থানীয় এক ব্যক্তি আমাদের
খবর দেয়। তখনো তিনি খাল থেকে তোলার জন্য চিৎকার বা কোনো শব্দ করেননি। শুধু হাত নেড়েছেন।
তিনি কী খালে পড়ে গেছেন নাকি নিজেই নেমে গিয়েছিলেন তা বলা যাচ্ছে না।”
ফায়ার সার্ভিসের কর্মকর্তা
বাহার উদ্দিন বলেন, উদ্ধারের পর বারবার জিজ্ঞেস করলেও ওই নারী নিজের নাম-ঠিকানা বলেননি।
তবে হাসপাতালে ভর্তি করার সময় বলেছেন- ‘আমি ভর্তি হব না। আমাকে ছেড়ে দাও।’ এর বাইরে
আর কিছুই তিনি বলেননি।
“তার আচরণে মনে হচ্ছে, তিনি
মানসিক ভারসাম্যহীন। হয়ত দীর্ঘদিন কোথাও আবদ্ধ ছিলেন। সকালে ছাড়া পেয়ে ওই খালে চলে
আসেন। উনার পায়ে একটা আঘাতের চিহ্ন আছে। তবে সেটা থেকে রক্তক্ষরণ হয়নি। বেঁধে রাখার
কারণে ওরকম হতে পারে।”
খালটির একপাশে বিভিন্ন স্থাপনা
থাকলেও যে পাশ থেকে ওই নারীকে উদ্ধার করা হয়েছে, সে পারে পুরোটা খোলা জায়গা। খালের
পাশেই খোলা মাঠে বালি রাখা হয়েছে বিক্রির জন্য (বালুরটাল)।
গত বছরের ভারি বৃষ্টিতে জলাবদ্ধতার
মধ্যে ২৫ অগাস্ট মুরাদপুর এলাকায় চশমা খালে পড়ে তলিয়ে যান সালেহ আহমদ নামের এক সবজি
ব্যবসায়ী। এরপর আর তার খোঁজ মেলেনি।
কর্তৃপক্ষ এখন বলছে, চট্টগ্রামে খালের পাড়ে বেড়া হবে, নালার ওপর স্ল্যাব
চট্টগ্রামে অটোরিকশা ড্রেনে পড়ে চালক ও যাত্রী নিহত
বিয়ের অনুষ্ঠানে এসে নালায় পড়ে প্রাণ গেল বৃদ্ধের
নালায় পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
জলজটের চট্টগ্রামে নালায় পড়ে বৃদ্ধ নিখোঁজ
তার আগে ৩০ জুন ষোলশহরের
চশমা হিল এলাকাতেও এমন দুর্ঘটনা ঘটে। সেখানে একটি অটোরিকশা খালে পড়ে গেলে মারা যান
চালক সুলতান (৩৫) ও যাত্রী খাদিজা বেগম (৬৫)।
সবশেষ ২৮ সেপ্টেম্বর রাতে
আগ্রাবাদে নবী টাওয়ারের কাছাকাছি নাছিরছড়া খালে পড়ে তলিয়ে যায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
সাদিয়া। পাঁচ ঘণ্টার চেষ্টায় কয়েক টন আবর্জনার স্তূপ সরিয়ে ১৯ বছর বয়সী সাদিয়ার লাশ
উদ্ধার হয়।
২০১৮ সালের ৯ জুন নগরীর আমিন
জুট মিল এলাকায় নালায় পড়ে মারা যায় আল আমীন নামে ৭ বছরের এক শিশু।