ক্যাটাগরি

আশুলিয়ায় পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ড

ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল নামের এই কারখানার সপ্তম তলায়
টিনশেড গুদামে শুক্রবার বেলা আড়াইটার দিকে আগুন লাগে।

গুদামে গেঞ্জি তৈরির কাপড় ও শিপমেন্টের জন্য কার্টনভর্তি গেঞ্জি
ছিল বলে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ফায়ার সার্ভিসের পরিদর্শক পতিরাম মণ্ডল জানিয়েছেন।

পরিদর্শক বলেন, তারা বেলা আড়াইটার দিকে কারখানায় আগুন লাগার
খবর পান। তাৎক্ষণিকভাবে তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে আগুন তীব্র হওয়ায় আরও দুটি ইউনিট যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টার
চেষ্টায় বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আশুলিয়ার কাঠগড়া এলাকার এই কারখানাটিতে প্রায় দেড় হাজার শ্রমিক
কাজ করে জানিয়ে তিনি বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় কারখানাটি খালি ছিল। তাই
হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আগুনে গেঞ্জি ও গেঞ্জি তৈরির কাপড় পুড়ে গেছে বলে জানালেও ক্ষয়ক্ষতি
পরিমাণ এবং আগুনের কারণ বলতে পারেননি পরিদর্শক পতিরাম।

তিনি বলেন, তদন্তের জন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের
চেষ্টা করছেন তারা। কিন্তু ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমানের সঙ্গে যোগাযোগ
করার চেষ্টা করে তার মোইবল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।