বৃহস্পতিবার
রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে
লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান।
নিহত
সোহেল খান (৪০) দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের বদিয়ার খানের ছেলে। তিনি
দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। ভাটপাড়ায় তার শ্বশুরবাড়ি।
সোহেল
পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও
উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক লতিফুর রহমান পলাশ, দিঘলিয়া ইউনিয়ন
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজওয়ানসহ তিনটি হত্যা মামলা
রয়েছে। এ ছাড়া বিভিন্ন অপরাধে আরও ১০টি মামলায় তিনি আসামি। গ্রেপ্তারি এড়াতে তিনি
দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন।
স্থানীয়দের
বরাত দিয়ে ওসি বলেন, বৃহস্পতিবারই সোহেল গোপনে শ্বশুরবাড়িতে আসেন। রাতে গরমের
মধ্যে বিদ্যুৎ না থাকায় তিনি ঘরের বাইরে পায়চারি করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে
ঘিরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
লাশ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান জেলা
পুলিশ সুপার প্রবীর কুমার রায়।
তিনি
আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এলাকায় পুলিশ মোতায়েন করা
হয়েছে।