ক্যাটাগরি

পদ্মায় মিলল ১২ কেজির চিতল, বিক্রি ১৮ হাজার টাকা

উপজেলার উজানচর ইউনিয়নের কামারডাঙ্গী এলাকায় সাইদুল হালদারের জালে শুক্রবার সকালে মাছটি ধরা পরে বলে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রেজাউল শরীফ জানান।

পরে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটি ওজন করে নিলামে তুললে মাছের কারবারি শাহজাহান শেখ এটি কেনেন।

সাইদুল হালদার বলেন, বৃহস্পতিবার রাতে একটি ইঞ্জিনচালিত নৌকায় মাছ ধরতে যান তিনি। সকালে পাড়ে ফেরার সময় জালে একটি মাছ ধরা পড়ে। জালটি তুলতেই দেখা যায় চিতল মাছ। পরে সেটি দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে দেখেন এটির ওজন ১২ কেজি।

মাছটির ক্রেতা শাহজাহান শেখ বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, সাঈদ হালদার থেকে এক হাজার ৪০০ টাকা কেজি দরে ১৬ হাজার ৮০০ টাকায় মাছটি কেনেন তিনি। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে কেজি প্রতি ১০০ টাকা লাভ করে মাছটি বিক্রি করে দেন।

“সেই হিসেবে মাছটির দাম হয়েছে ১৮ হাজার টাকা,” বলেন শাহজাহান।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, পদ্মায় প্রায়ই বড় বড় রুই, কাতলা, বাঘাইড়, চিতল, পাঙ্গাসসহ বিভিন্ন মাছ ধরা পড়ে।