ক্যাটাগরি

ব্যবসায়ীদের দাবির মুখে গরুর মাংসের দাম বাড়ল সিলেটে

সিটি করপোরেশন এ ব্যাপারে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছে বলে করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন। 

নতুন দাম অনুযায়ী মহানগর এলাকায় প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, ছাগীর মাংস ৮০০ টাকা ও খাসির মাংস ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গরু ও খাসির মাংস যথাক্রমে ৬০০ টাকা ও ৮৫০ টাকা করার পর গত ৭ এপ্রিল থেকে মাংস ব্যবসায়ীরা বিক্রি বন্ধ করে দিয়েছিলেন। এতে সাধারণ ক্রেতা ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা বিপাকে পড়েন। 

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, রোববার [১০ এপ্রিল] রাতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে মাংস ব্যবসায়ীদের বৈঠক হয়।


সিলেটে মাংস ব্যবসায়ীদের ধর্মঘট
 

“সভায় দাম বাড়ানোর আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরদিন [১১ এপ্রিল] থেকে নগরীতে মাংস বিক্রি শুরু করেন তারা।” 

তিনি বলেন, এরপর বুধবার মাংসের নতুন দাম নির্ধারণ করা হয়। সাধারণ মানুষের দুর্ভোগের কথা ও ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় সামান্য দাম বাড়িয়েছে করপোরেশন।

তবে ক্রেতাদের কাছ থেকে নতুন নির্ধারিত দামের বেশি টাকা নিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি হুঁশিয়ার করে দেন।