শুক্রবার দুপুরে বউ বাজার এলাকায় টিনশেডের একটি কারখানা থেকে আগুন অন্যগুলোতে
ছড়িয়ে পড়ে। এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগেই চারটি কারখানা পুড়ে যায়; যেগুলোতে প্লাস্টিকের বিভিন্ন সামগ্রি তৈরি
করা হত।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক জানান, শুক্রবার
বেলা সাড়ে ১২টার দিকে শহীদনগর বউ বাজারের ৪ নম্বর গলিতে একটি টিনশেড কারখানায় আগুন
লাগার খবর পান তারা।
পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড
আগুন বাড়তে থাকায় একে একে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সেখানে গিয়ে এক ঘণ্টার
চেষ্টায় বেলা ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, আগুনে পুড়ে যাওয়া কারখানা চারটির মালিক আনিসুর রহমান, আবুল কালাম,
মাসুদ ও সাব্বির মিয়া।
একটি কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি জানিয়ে ফারুক বলেন, কত টাকার মালামাল পুড়েছে
তা তদন্ত শেষে বলা যাবে।